ভাসমান টীকা গ্রহনকারীদের কোন সার্টিফিকেট দেওয়া হবে না

215

নিজস্ব প্রতিনিধিঃ ভাসমান টীকা গ্রহনকারীদের কোন সার্টিফিকেট দেওয়া হবে না হুংকার দিয়ে বলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জেন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আমিনুল হক। তিনি বলেন ভাসমান লোকদের টীকা দেওয়া আমাদের কাজ নয়, এটা ডিসির কাজ, ডিসিকে জিজ্ঞাসা করেন কেন সার্টিফিকেট দেওয়া হবে না। আমিনুল হকের কাছে সিভিল সার্জেনের মোবাইল নাম্বার চাইলে তিনি বলেন, আমার কাছে নাই, নাম্বার দেওয়া আমার কাজ নয়।

প্রতিবেদক তথ্যের জন্য তাকে প্রশ্ন করলে তিনি রেগে যান, বলেন তথ্য ফরমে আবেদন করেন, যেটা দেওয়ার দিয়ে দিব।আপনারা তথ্য চাইলেই আমরা দিতে বাধ্য নই।

ভাসমান টীকা গ্রহনকারীদের সার্টিফিকেট দেওয়ার ব্যপারে জানতে নারায়নগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের নিকট তার ব্যক্তিগত ও সরকারী উভয় নাম্বারে কল দিলে তিনি কল ধরেন নাই।

এ ব্যাপারে সিভিল সার্জেন মুশিউর রহমানকে কল করলে তিনি বলেন, ভাসমান টীকা গ্রহনকারীদের কাগজ পত্র আমরা জমা রাখতেছি যা থেকে তাদের ডাটা এন্ট্রি করা হবে এবং কেভিডের সার্টিফিকেট দেওয়া হবে।