সাংবাদিকদের যত দোষ!

294

নিজস্ব প্রতিনিধিঃ গণমাধ্যম আঘাত প্রাপ্ত হলে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়।

সাংবাদিকরা সন্ত্রাসীদের হামলার শিকার হয়, তার কোন বিচার হবে কি-না জানিনা!

সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহকে গুরুত্ব দিয়ে থাকেন। সত্যের সন্ধান করাই সাংবাদিকের দায়িত্ব। আর সেই দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হতে হয়। দূর্নীতিবাজরা দূর্নীতি করে বেড়াবে, আর অন্যায় ভাবে অসহায় মানুষের উপর নির্যাতন করবে, সেই অপরাধকে সাংবাদিকরা তুলে ধরলেই সাংবাদিকদের বলে সাংঘাতিক ও চাঁদাবাজ। যারা অনিয়ম করে সরকারী টাকা আত্বসাত করে, বিদেশে টাকা পাচার করে এবং বাড়ি তৈরি করে তাদের নিয়ে নিউজ করলেই দালালরা বলে সাংবাদিকরা নাকি সাংঘাতিক!

জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদ বলেন, “তবে কিছু সাংবাদিক আছে দালালি করে, নেতাদের পা চাটে তাই বলে সব সাংবাদিক সাংগাতিক নয়। সাংবাদিক জাতির বিবেক, তাই সাংবাদিক ভাইদের বলব বিবেকহীন্দের মত কাজ করবেন না, বস্তু নিষ্ঠুর সংবাদ তৈরি করে প্রকাশ করুন যদিও কোন সাংবাদিকের বিরুদ্ধে যায়।”