সোনারগাঁ থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশী মদসহ গ্রেফতার ৪ জন

199


মোঃ মোক্তার হোসাইন:নারায়ণগঞ্জ সোনারগাঁ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই হাজার পিস
ইয়াবা ট্যাবলেটসহ রাজিয়া সুলতানা ও সাদেক মিয়া নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার সকালে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দি গ্রামের সাদেক মিয়ার নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে শনিবার রাত ১০ টায় একই উপজেলার জামপুর ইউনিয়নের আমবাগ এলাকা থেকে ছয় বোতল বিদেশি মদসহ মোবারক মিয়া ও হাসান মিয়া নামে দুই জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজিয়া সুলতানা কক্সবাজার জেলার টেকনাফ থানার জিন্নাখালী গ্রামের
রশিদ আহমেদের মেয়ে, সাদেক মিয়া সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের শেখকান্দি গ্রামের মোতালেব মিয়ার ছেলে। অপর আসামীরা একই উপজেলার আমবাগ এলাকার জলিলের ছেলে মোবারক মিয়া ও তাহের দেওয়ানের মেয়ের জামাই হাসান মিয়া।

তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জাকির রাব্বানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চার জনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।