মোঃ মোক্তার হোসাইন:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে (৬) কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ ঘটিকার দিকে কাঁচপুর নয়াবাড়ি অনন্ত গার্মেন্টসের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সোহাগ সরকার (৩৩) কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামের শামসুল হক সরকারের ছেলে।
কাঁচপুর হাইওয়ে ফাড়ির ওসি রেজাউল হক জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিকে গ্রেফতার করি।
সে দীর্ঘদিন যাবত কাঁচপুরে বিভিন্ন এলাকায় মাদক কারবারি করে আসছে।আজ তাকে হাতে নাতে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হই।
পরে দুপুরে তাকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।