শিক্ষার মুল্যটা কোথায়? – প্রশ্ন জনমনে

66

শিক্ষার মূল্যটা তাহলে কোথায়?
এটা বর্তমান সময়ের অনেক বড় একটা প্রশ্ন।।
একটা শিক্ষিত ছেলে অথবা মেয়ে মাস্টার্স কমপ্লিট করেও, বেসরকারি একটা চাকরির জন্যে, যখন সিভি নিয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় আর ঠিক তখন।
একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম ১০ লাখ টাকা! হিরো আলমের বাৎসরিক ইনকাম ২ কোটি টাকা! জীবনে স্কুলে না যাওয়া অপু ভাই নামের এক টিকটকারকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যায়, কোটি টাকার গাড়ি দিয়ে বিমানবন্দর থেকে রিসিভ করে শোরুম উদ্ভোদন করার জন্য!
একজন ডিসেন্ট গুগল, মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারও মাসে ১০ লাখ টাকা পায় না!
ঢাকা মেডিকেলে পড়া ডাক্তাররা মাসে ২৫ হাজার টাকা বেতনের দাবিতে রাস্তায় পুলিশের মাইর খায়! বুয়েট থেকে পাশ করা ছেলেটাও শুরুতে ৫০ হাজার টাকা বেতনের একটা জব পায় না!
বর্তমান সমাজ ও বিশ্ব-ব্যবস্থায় পড়ালেখা, জ্ঞান অর্জন খুব রিস্কি ইনভেস্টমেন্ট মনে হচ্ছে!
আমার বিশ্বাস আগামীর দিনগুলোতে আমাদের ছেলে মেয়েরা ডাক্তার-ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হওয়ার পরিবর্তে ফুড অ্যাপ্পি, Rafsan The Chotobhai, Hero Alom, Salman Muqtadir, Tawhid Afridi বা কাপল ব্লগার হওয়ার স্বপ্ন দেখবে!
এক সময় মানুষ টাকার নেশায় ছুটতে গিয়ে,,
মেধাশূন্য জাতী তে না পরিণত হয়।।
আল্লাহ তুমি রহম কর আমাদের সবার উপর।
আর বর্তমান সময়ে,
এলোমেলো একটা খারাপ কাজ করে ফেললে সে রাতা রাতে ভাইরাল।
আর ফেসবুক আইডি মনিটাইজেশন হয় সেও লাখ লাখ টাকা ইনকাম করা শুরু করে দেয়।।
এখানে যারা ভালো কনটেন্ট করছেন, বা ফেসবুকের মাধ্যমে ভালো কিছু করছেন তাদের উদ্দেশ্যে কিছু বলা হচ্ছে না।।
শুধুমাত্র প্রকৃত মেধাবীরা যথাযথ সম্মান পাচ্ছেন না, এটাই দুঃখজনক।