বিজ্ঞ আদালতের আদেশ বাস্তবায়নে সোনারগাঁ থানা পুলিশের কোন পদক্ষেপ নেই

627

সোনারগাঁ প্রতিনিধিঃ জোড়পুর্বক ,অবৈধভাবে  আদালতের মাধ্যমে দখলকৃত সম্পত্তিতে নির্মান কাজ করায়  সুলতান মাহমুদ বাদী হয়ে বিজ্ঞ সোনারগাঁ সহকারী জজ আদালতে STATUSQUO  এর জন্য মামলা দায়ের করে, যাহার নং ১১১/১৬। বিজ্ঞ আদালত ০২/১০/১৬ ইং তারিখে উভয় পক্ষের শুনানি অন্তে নথি পর্যালোচনা করিয়া আদেশ প্রদান করেন যে, “উক্ত মামলা (১১১/১৬) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নালিসী সম্পত্তিতে উভয় পক্ষ STATUSQUO  বজায় রাখিবে।“ কিন্তু আদালতের আদেশ অমান্য করে পেশী শক্তির জোড়ে উক্ত নালিসী সম্পত্তিতে বহুতল ভবনের নির্মান কাজ অব্যহত রেখেছে, যাহা আদালত অবমাননার সামীল। বিজ্ঞ আদালতের আদেশ বাস্তবায়ন আইনি সহযোগিতা পাওয়ার জন্য সুলতান মাহমুদ গত /০২/১৮ ইং তারিখে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বরাবর আবেদন করেন যাহা  অফিসার ইনচার্জ অপারেশনকে যথাযথ ব্যবস্থার জন্য দায়িত্ব দেওয়া হয় একই আবেদন পুলিশ সুপার মহোদয়  নারায়ণগঞ্জ বরাবর করেন। যাহা আর৩৬১ ডি নাম্বারে নথি ভুক্ত হয় এবং ১৭৪৯/ অপরাধ স্বারকে সোনারগাঁ থানায় প্রেরন করা হয়। উক্ত আবেদনটি সোনারগাঁ থানায় ৩৮০ নাম্বারে নথিভুক্ত হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ যথাযথ ব্যবস্থার জন্য অফিসার ইনচার্জ অপারেশনকে দায়িত্ব দেন। একই আবেদন জেলা প্রসাশক বরাবর করিলে তাহা পুলিশ সুপার নারায়ণগঞ্জ পেরন করেন যাহার স্বারক নং এস পি ৩১৭ তারিখ ২৮/০২/১৮ ইং, পুলিশ সুপার মহোদয় অফিস থেকে ২৭১৪/ অপরাধ স্বারকে ১৯/০৩/১৮ ইং  তারিখে সোনারগাঁ থানায় প্রেরন করেন। উক্ত আবেদনটি সোনারগাঁ থানায় ৫৫০ নাম্বারে নথিভুক্ত হয় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ যথাযথ ব্যবস্থার জন্য অফিসার ইনচার্জ অপারেশনকে দায়িত্ব দেন। অফিসার ইনচার্জ অপারেশন আঃ জাব্বার বাদীকে নিয়ে নালিশী ভুমিতে যায় এবং দেখেন নির্মান কাজ চলিতেছে তবু কোন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি, বিবাদীর সাথে মোবাইল ফোনে কথা বলে চলে আসেন। ঘটনাটি সোনারগাঁ থানার ভারপাপ্ত কর্মকর্তা মোর্শেদ সাহেব জানালে তিনি বলেনআমি দেখতেছি

 কিছুদিন পর বাদী অফিসার ইনচার্জ অপারেশন আঃ জাব্বারকে ফোন করিলে তিনি বলেন,”আমার বদলী হয়ে গেছে বাদী সোনারগাঁ থানায় গিয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা মোর্শেদ সাহেবের সাথে কথা বলার পর উপরে উল্লেখিত সবকটি নথি অফিসার ইনচার্জ তদন্ত জসীম সাহেবকে  হস্তান্তর করেন এবং যথাযথ ব্যবস্থা নিতে বলেন। ফোন করে ,সশরীরে থানায় গিয়ে অনেক বার যোগাযোগ করার পরও কোন পদক্ষেপ নেয়নি সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ তদন্ত

বাদী সুলতান মাহমুদ গত ১২/০৫/১৮ ইং তারিখে সমস্ত আবেদনের কথা উল্লেখ করে, আদালতের STATUSQUO কথা উল্লেখ করে সোনারগাঁ থানার ভারপাপ্ত কর্মকর্তা বরাবর একটি অভিযোগ করেন,যাহার সিরিয়াল নং ১৪৫৫ তারিখ ১২/০৫/১৮ ইং, থানার ওসি মোর্সেদ জরুরীভাবে ব্যবস্থা নেওয়ার জন্য ওসি তদন্তকে নির্দেশ দেন।

অত্যান্ত পরিতাপের বিষয় অদ্যবদি পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি সোনারগাঁ থানার ওসি তদন্ত জসীম। বাদী অনেক বার ফোনে এবং সশরীরে দেখা করে, যোগাযোগ করেও কোন আইনি সহয়তা পাচ্ছে না বলে জানায় ভুক্তভোগী সুলতান মাহমুদ। এব্যপারে প্রশাসনের উর্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন বাদী সুলতান মাহমুদ।