সময়ের চিন্তা ডট কমঃ নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় চৌরঙ্গী ফেন্টাসী পার্কের মালিক সাত্তার ও ৪ ডিবি সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় অজ্ঞাত আসামী করা হয়েছে আরো অনেককে।
২৮ আগস্ট মঙ্গলবার মাই লাইফ ক্যাফে ফাস্ট ফুডের মালিক জালাল উদ্দিন বাদী হয়ে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এর আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। আদালত ২৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য্য করেছেন।
মামলার প্রধান আসামী হলেন চৌরঙ্গী পার্কের মালিক আব্দুস সাত্তার। মামলার অন্য অভিযুক্তরা হলেন ডিবির এএসআই আমিনুল (৪৮), বকুল (৫০), এসআই মিজান (৪৮) ও সায়েম (৪২)।