রূপগঞ্জে গোলাকান্দাইলের নৌকা প্রতীকে ভোট চেয়ে একসাথে গণসংযোগ করলেন আ:হাই ও শাহজাহান ভূইয়া

480

রূপগঞ্জ প্রতিবেদক:২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন এলাকা হতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে জেলা ও উপজেলা আওয়ামীলীগ-এর নেতৃবৃন্দের উপস্থিতিতে নির্বাচনী গনসংযোগ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবদুৃল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূইয়া,রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার টুকু, রূপগঞ্জ ইউ.পি চেয়ারম্যান আবু হোসেন রানু, দাউদপুর ইউ.পি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা শাহজাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ। গণসংযোগ শেষে  গোলাকান্দাইল ইউনিয়ন প্রাঙ্গনে এক জনসভায় প্রধান অতিথি আবদুল হাই বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর প্রতীক নৌকায় ভোট দিয়ে চতুর্থবারের মত আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। মিছিলটি রূপগঞ্জের বিভিন্ন গুরুত্তপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ভুলতা-গাউছিয়া তাঁত বাজার এলাকায় গিয়ে শেষ হয়।