নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকা আকস্মিক পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ

648

সময়ের চিন্তা ডট কমঃ নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার) ১১ই ডিসেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকা আকস্মিক পরিদর্শন করেন। এ সময় জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আকস্মিক পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন গার্মেন্টস শিল্পে কোন চাঁদাবাজি হতে দেবো না, কোন মান্তান থাকবে না। অন্যায়কারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  মাদক নির্মূল, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী অভিযান চলছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানা পরিদর্শনকালে থানার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আবারো অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জোরালোভাবে হুশিয়ারী উচ্চারণ করে বলেন গার্মেন্টস সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ীদের কোন ভাবেই ছাড় দেয়া হবে না।