উপজেলা কৃষি ও নির্বাচন কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

385

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলা কৃষি অফিসার ড.মোস্তফা এমরান হোসেন ও নির্বাচন অফিসার মোঃ সাইরুলের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বন্দর উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনাকালে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী,বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফিফা সুলতানা,নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বন্দর জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খান,উপজেলা শি¶া অফিসার সোহাগ হোসেন,বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ফারুক আহমেদ,উপজেলা পরিসংখ্যান অফিসার রফিকুল ইসলাম,প্রকৌশলী মোঃ রাজিউল্লাহসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।।
প্রসঙ্গত, ড. মোস্তফা এমরান হোসেন ২০১৫ সালের ১২ই ডিসেম্বর বন্দর উপজেলা কৃষি অফিসার হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি পদন্নতি পেয়ে নরসিংদী জেলার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) হিসেবে যোগদান করবেন।