ধর্মঘট স্থগিত-আবার সচল হয়েছে মহাসড়কের যান চলাচল

311

আশিকুজ্জামানঃআজ বুধবার দুপুর দুইটার দিকে আন্দোলনরত পরিবহন শ্রমিকরা তাদের ধর্মঘট  স্থগিত করেন।  পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ডাকা ধর্মঘট স্থগিত করেছে নারায়ণগঞ্জ জেলার শ্রমিকরা। এতে আবার সচল হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল।

এর আগে আজ সকালে শ্রমিকদের ধর্মঘটে অচল হয়ে পড়ে রাজধানীর সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের সড়ক যোগাযোগ।

এছাড়া সড়ক পরিবহন আইন-২০১৮ স্থগিত ও সংশোধনের দাবিসহ নয় দফা দাবিতে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে সারাদেশে। আন্দোলনরত শ্রমিকরা অন্যান্য গাড়িও চলাচল বন্ধ করে দেয়। এতে অচলাবস্থার তৈরি হয় সড়কে।

নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসনিম হোসেন ধর্মঘট স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শ্রমিকদের বুঝিয়ে বলায় তারা আন্দোলন স্থগিত করেছে বলে জানান তিনি।
এতে যান চলাচল শুরু হয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে।