সময়ের চিন্তাঃ ২৫.০১.২০ তারিখ শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান সাকিব আল হাসান ও তার পরিবার। সেখানে সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশিরকে আতিথেয়তায় মুগ্ধ করেন প্রধানমন্ত্রী।
এছাড়াও নিজ হাতে রান্না করে পাঠিয়ে দেন শিশিরের জন্য। সে অনুভূতি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন শিশির।
শিশির লিখেছেন, ‘যখন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যস্তসূচী থেকে সময় বের করে আমার জন্য রান্না করেন, এর চেয়ে বেশি ধন্য হওয়া মতো আর কিছু থাকে না। গতকাল দুপুরে তার বাসায় গেলে তিনি আমায় জিজ্ঞেস করেন, আমার প্রিয় খাবার কি কি? আর তিনি বলেছেন তিনি নিজ হাতে সব রান্না করে আমার জন্য পাঠিয়ে দিবেন। আসলে তখন নিজের আর কোনো ইচ্ছা পূরণের বাকি থাকে না। আমি যেনো সত্যিই আকাশে ওড়ছি। আমার জীবনের সেরা লাঞ্চ ছিল এটি। উনার এত যত্ন আর ভালোবাসা পূর্ণ আতিথেয়তার জন্য আমি উনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না।’