ভুল রাজনীতি সমাচার,  আজকের আওয়ামী লীগ, সোনারগাঁ

491

নিজস্ব প্রতিনিধিঃ ভুল রাজনীতি সমাচার,  আজকের আওয়ামী লীগ, সোনারগাঁ বলে আবেগময় ফেসবুক স্ট্যাটাস দেখা যাচ্ছে। সোনারগাঁ এর তৃনমুল কর্মী শফিকুল ইসলাম ইমাম তার ফেসবুক টাইম্লাইনে এই স্ট্যাটাস দিয়েছেন। ১৪ মে শনিবার ৮টায় এই স্ট্যাটাস দিয়েছেন বলে দেখা যায়। সোনার গায়ের অনেক নেতাকে তা ট্যাগ করেছেন বা স্ট্যাটাস্টি পড়েছেন বা দেখেছেন।ফেসবুক স্ট্যাটাস্টি হুব হুব তোলে ধরা হলঃ—

 

ভুল।

রাজনীতি।

সমাচার ।

আজকের আওয়ামী লীগ।

সোনারগাঁ।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

কথায় কথা বাড়ে, ভোজনের পেট ভরে।

তবু বলতে হয়, বলার জন্য বলা,

“দলের সিদ্ধান্ত শিরোধার্য ” ১৯৪৯সালে ২৩শে জুন রোজ গার্ডেন, যে পুর্ব পাকিস্তান আওয়ামী মুসলীম লীগের জন্ম। অসাম্প্রদায়িক পূর্ব পাকিস্তান কথা চিন্তা করে ১৯৫৫সালে যার নাম করন করা হয়েছিল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, ৩০লক্ষ শহীদ ও ২লক্ষ মা বোন মাসী পিসি দাদী, নানীর সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১সালে ১৬ ডিসেম্বর

একটি পতাকা

একটি মানচিত্র,

একটি স্বাধীন ভুখন্ড জন্ম। যার নামকরন আজকের আওয়ামী লীগ, অর্থাত বাংলাদেশ আওয়ামী লীগ। যে আওয়ামী লীগের সাথে জড়িতছিল সাজেদ আলী মুক্তার, যিনি ছিলেন ১৯৭০সালের সাংসদ, যার হাতধরে সোনার গাঁ আওয়ামী লীগের সূতিকাগার।, যে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের চরন ভুমি ছিল না সোনারগাঁয়ে, যে পরিবার আওয়ামী লীগের দুখের দিন জীবনবাজি রেখে আন্দোলন সংগ্রামে পাশে ছিল, আজ ও আছে পাশে।

কিন্তু কথা সেটা নয়,

যার হাত ধরে সোনারগাঁ আওয়ামীলীগের সমাচার, যাদের পৃষ্টপোষকতায় আজকের আওয়ামী লীগের সোনালী অধ্যয় সোনারগাঁয়ে।

তাদের রাজনীতি কি

ভুল ছিল?

,,,,,,,,,,,,,,,,,,,,

কি ভুলের বেড়াজালে একজন জনপ্রিয় চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয় বোর্ড একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয় পেলেন না,

কিসের অভাব ছিল তার, তার কি রাজনৈতিক গুনাবলীর অভাব ছিল?

যিনি দুই বার মোগড়া পাড়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় একজন সফল চেয়ারম্যান। যার সুনাম সারা সোনারগাঁয়ে।

মনে প্রশ্ন জাগে আজকের আওয়ামী লীগ কি আবার বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগে ফিরে যাবে?

নাকি অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা চিন্তা করে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে।

দলের সিদ্ধান্ত শিরোধার্য।

ভুল।

রাজনীতি।

সমাচার।

আজকের আওয়ামী লীগ।

সোনারগাঁ।

,,,,,,,,,,,,,,,,,,,,,

ইমাম

তৃনমুল কর্মী।

সোনারগাঁ।

১৪,৫,২০২২।