দীর্ঘদিন পর হলেও কতৃপক্ষ সদয় হয়ে বিশেষ ব্যবস্থায় মেরামতের সিদ্বান্ত

534

সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁয়ের ব্যস্ততম জনপথ মোগরা পাড়া চৌরাস্তা এলাকার ফুট ওভার ব্রীজটি দিয়ে দীর্ঘদিন যাবত ঝুকি নিয়ে চলাচল করছে পথচারিরা। এনিয়ে বিভিন্ন সংবাদপত্র সহ অনলাইন নিউজ পোর্টালে একাধীক সংবাদ প্রকাশিত হয়েছে। ঝুকিপুর্ণ ফুটওভার ব্রীজটি নিয়ে এক শঙ্কিত অভিভাবক কবিতাও লিখেছেন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষনে। দীর্ঘদিন পর হলেও কতৃপক্ষ সদয় হয়ে বিশেষ ব্যবস্থায় মেরামতের সিদ্বান্ত নিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার মেরামতের কাজ শুরু করবেন কনট্রাকশন কোম্পানি মীর আক্তার লীমিটেড। ফুটওভারব্রীজটির মেরামত কাজ চলাকালিন ১ মাস পর্যন্ত ব্রীজটি পথচারিরা ব্যবহার করতে পারবেনা। সে লক্ষে বুধবার সকালে মীর আক্তার লীমিটেড কন্সট্রাকশন কোম্পানির কন্সট্রাকশন ম্যানেজার ওভারব্রীজটি ব্যবহারকারী পথচারিদের চলাচলের বিকল্প রাস্তা এলাকা পরিদর্শন করেন। হাইওয়ে পুলিশের সার্বিক সহযোগিতায় বিকল্প রাস্তার স্থান নির্ধারণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কাঁচপুর হাই ওয়ে থানার ওসি কায়ুম আলী সরদার , এস আই আলী রেজা,সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বাস সার্ভিস দোয়েল লিঃ এর চেয়ারম্যান আব্দুস ছাত্তার প্রধান দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি হাজী মোঃ শফিকুল ইসলাম, আজকের সোনারগাঁও ডট কমের সম্পাদক ও প্রকাশক ফারুক হাসান সহ অনেকে। ব্রীজটি মেরমতের সময় ১ মাস মহসড়কের লীজা পাম্প এলাকার সামনে ৮ ফুটের রাস্তা উম্মুক্ত করে শুধু পথচারিদের পারাপারের ব্যবস্থা করা হয়েছে।