গোপালগঞ্জ প্রতিনিধিঃগোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদর্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
এসময় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক মো. শাহ আলম, মো. গোলাম মোস্তফা, বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. জাহাঙ্গীর আলম, জেলা বিডি ক্লিন-এর সম্নয়ক সুজন দাস বক্তব্য রাখেন। সভায় বক্তারা, গাছ লাগানোর সাথে সাথে পরিবেশ রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।