সোনারগাঁওয়ে মিন্টু হত্যার তিন আসামী গ্রেফতার

496

সোনারগাঁ সংবাদদাতাঃ সোনারগাঁওয়ে চলতি বছরেরর ১২ জানুয়ারী  উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর গ্রামে বখাটেদের হাতে নিহত সুলতান আহম্মেদ মিন্টু হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গত বুধবার রাতে সাদিপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিন্টু হত্যা মামলার আসামী ছোট সাদিপুর গ্রামের আলী হোসেনের ছেলে সাইফুল ইসলাম ও একই গ্রামের নুর ইসলামের ছেলে সাজু কে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, মিন্টু হত্যা মামলার প্রধান আসামী জাকির হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী ওই দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।এর আগে সোমবার নারায়নগঞ্জ কোর্ট হতে অপর আসামী জয়নালের ছেলে শরীফ কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ১২ জানুয়ারী সাদিপুর গ্রামের সামসুল হক সুরুজ মিয়ার ছেলে মিন্টু মিয়া তার মামাতো বোনকে ইভটিজিং এ বাধা দেওয়ায় জাকির হোসেনের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাকে মারাত্মক ভাবে আহত করে। চিকিৎসাধীন অবস্থায় মিন্টু মিয়া মারা যায়। এ ঘটনার দুদিন পর নিহত মিন্টুর বাবা বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।