জাতীয় ঐক্য ফ্রন্টের নেতাদের নারায়ণগঞ্জে সমাবেশ করার আহবান

576

সময়ের চিন্তা ডট কম: সদ্য গঠিত আলোচিত বিরোধী রাজনৈতিক সংগঠন জাতীয় ঐক্য ফ্রন্টের নেতাদের নারায়ণগঞ্জে সমাবেশ করার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের আওয়ামীলীগের এমপি আলহাজ¦ এ কে এম শামীম ওসমান।

শনিবার (২৭ অক্টোবর) দুপুর ৩ টায় ফতুল্লার ইসদাইস্থ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে “জেগেছে নারায়ণগঞ্জ-জেগে উঠো শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগানে স্বাধীনতা বিরোধী, আগুন সন্ত্রাস ও অশুভ শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ইতিহাসে আয়োজিত স্মরণকালের সর্ববৃহৎ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি ঐক্যফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেনের প্রতি এই আহবান জানান।

জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের কঠোর সমালোচনা করে শামীম ওসমান বলেন, ‘ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে। তিনি ভেবেছেন আমরা আহাম্মক। কারন, তিনি বলেছেন বিএনপির সঙ্গে ঐক্য হয়েছে কিন্তু তারেক রহমানের সঙ্গে না। তিনি বলেছেন, ২০ দলের সাথে ঐক্য হয়েছে কিন্তু জামায়াতের সাথে ঐক্য হয় নাই। আমরা তো স্টুপিড, লেমনচুস খাই, তাই না।’

তিনি ঐক্যফ্রন্টকে নারায়ণগঞ্জে সমাবেশের আহবান জানিয়ে বলেন, ‘আমি আওয়ামীলীগের কোন বড় নেতা না। আমি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী। আর আমার মত এই কর্মীর সমাবেশেই এতো বড় স্টেডিয়াম ভরে গেছে। আরো লোক রাস্তায় আছে। তাই আমি ঐক্যফ্রন্টের নেতাদের নারায়ণগঞ্জে আসার আহŸান জানাচ্ছি। কামাল সাহেব আপনাদের ঐক্যফ্রন্টের নেতাদের নিয়ে নারায়ণগঞ্জে এসে সমাবেশ করেন, দেখি কতো বড় জমায়েত করতে পারেন।’

এসময় শামীম ওসমান নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, ‘এই দেশে যেমন শেখ মুজিব, তাজউদ্দিনের সৃষ্টি হয়েছে তেমনি খন্দকার মোশতাকের মতো লোকও কিন্তু জন্মেছে। তাই সকলকে বলবো চোখ কান খোলা রাখবেন। এই নভেম্বরেই ওরা টার্গেট করবে। কোন রকম ষড়যন্ত্র যাতে ওরা করতে না পারে সেজন্য আপনারা সতর্ক থাকবেন। কাল আমার মৃত্যু হতে পারে। তাতে কিছু আসে যায় না। আমরা সেই আওয়ামী লীগ করি। একজন মুসলমান মরতে মরতে যেমন কলেমা পড়ে আমরাও তেমন করে মৃত্যুর মুখে দাঁড়িয়েও বলি আওয়ামী লীগ করি। আমরা শেখ হাসিনার কর্মী। তাই মৃত্যুকে আমরা ভয় পাই না। কিন্তু আমি না থাকলেও যেন শেখ হাসিনার ডাকে লাখো কর্মী ঝাঁপিয়ে পড়ে সেই প্রত্যাশাই করছি।’

ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এম সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে জেলা যুবলীগ নেতা এহসানুল হাসান নিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সহ সভাপতি কমান্ডার গোপীনাথ দাস, এড. ওয়াজেদ আলী খোকন, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশিদ, জেলা কৃষকলীগ সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক ইব্রাহীম চেঙ্গিস, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী প্রফেসর ড. শিরিন বেগম, মহানগর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ইসরাত জাহান স্মৃতি, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি শেখ নাজমুল আলম সজল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, ফতুল্লা থানা ছাত্রলীগ সাধারন সম্পাদক এম এ মান্নান প্রমুখ।