যুবলীগ নেতা অহিদের সাহসী তৎপরতায় মদনপুরে যান চলাচল স্বাভাবিক

393

বন্দর প্রতিনিধিঃ সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ ৮ দফা দাবীতে পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের কবলে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর টু মদনপুর সড়কের সাধারন যাত্রীরা। সকাল ৯টায় সাধারণ যানবাহনে করে যাত্রীরা মদনপুর থেকে বিভিন্ন স্থানে গমনকালে শ্রমিকদের বাধার মূখোমূখী হয়। দেয়। কতিপয় উচ্ছৃঙ্খল পরিবহণ শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কয়েকটি যানবাহনে তান্ডপ চালায় ও সাধারন যাত্রীদের যানবাহনে ্ঠতে বাধা দেয়। এমনকি ৯জন পুলিশ সদস্যকে নিয়ে যাওয়া বিআরটিসি বাসকেও থামিয়ে পুলিশ সদস্যদের নামিয়ে দেওয়া হয়। রাস্তায় এ ধরনের নৈরাজ্যমূলক ও জনগণের ভোগান্তিদায়ক আন্দোলনের কথা শুনে সাবেক ছাত্রলীগনেতা ওয়াহিদুজ্জামান অহিদের সাহসী তৎপরতায় উপস্থিত নেতাকর্মীরা শ্রমিকদেরকে বুঝানোর চেষ্টা করলে জনগণের ভোগান্তির কথা চিন্তা করে তারা মহাসড়কে থেকে সরে যায়।

এ সময় যুবলীগ নেতা অহিদের সাথে একাতœতা প্রকাশ করতে অংশ নেন বন্দর থানা যুবলীগ নেতা আমজাদ হোসেন, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইসলাম পলু, মদনপুর ইউনিয়ন সাবেক ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা মাকসুদ ও আল আমিন, শান্ত, নাজমুল, বিল্লাল, আবুল, ছাইদুল, শুভ, হিমেল, সাগর, মাসুম, কাওছার, রুবেল, ইয়াছিন, হান্নান, মনির, আব্দুল্লাহ, জাকির ও মিঠু সহ অন্যান্য নেতা-কর্মীরা অংশ নেন।