নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ড্রেন বিস্ফোরণ আতঙ্কে বন্দর-মদনগঞ্জবাসী

414

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ড্রেন বিস্ফোরণ আতঙ্কে বন্দর-মদনগঞ্জবাসী।গত ২২ নভেম্বর শুক্রবার পুনরায় বন্দরের ১৯ নং ওয়ার্ডে ড্রেন বিস্ফোরণ হয়ে মৃত্যুর সাথে লড়াই করে বেচেঁ আছে দিন মজুর ও আওয়ামীলীগ কর্মী নুর আলম(৪২) নামে এক ব্যাক্তি। সেই সাথে মাসুমের ছয়তলা ফাউন্ডেশনের নিচ তলার ফ্লোর ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। আনুমানিক ভোর পাঁচটার দিকে বিশাল শব্দে ঘূম ভাঙ্গে মদনগঞ্জবাসীর। এর আগে মদনগঞ্জ দুধ বাজারে বিশাল বিস্ফোরণে ড্রেন বিস্ফোরিত হয়। কিছুদিন আগে নবীগঞ্জে এ ধরনের বিস্ফোরণ হয়। এলাকাবাসী ড্রেন বিস্ফোরণ আতঙ্কে নিজ নিজ বাড়ির সামনের ড্রেনের ছিদ্র পরিস্কার করছে সেই সাথে বিরাজ করছে ভয়াবহ আতঙ্ক। মূলত ড্রেন এর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিতাশ গ্যাসের সংযোগ ও সেইসাথে বায়োগ্যাসের চাপ ড্রেনের ভেন্টিলেশন ব্যবস্থা ভাল না হওয়াতে এমন হচ্ছে বলে জানা যায়। দিনমজুর নুরে আলম মৃত্যুর সাথে লড়লেও তার ভবিষ্যৎ অনিশ্চিত। স্থানীয় সাংবাদিকদের নিকট তার প্রশ্ন ছিল এ ধরনের দুর্ঘটনার ও ক্ষতির দায়ভার কে নিবে বা কোন পক্ষের নেয়া উচিত। দারিদ্র ও প্রভাবহিীন বলে স্থানীয় জন প্রতিনীধিরা তার খোজ খবর না নেওয়াতেও সে ক্ষোভ প্রকাশ করেছে।