সোনারগাঁয়ে শিখন কেন্দ্রের শুভ উদ্বোধন

556

মো:নুর নবী জনি, সোনারগাঁঃ নারায়নগঞ্জ সোনারগাঁও উপজেলা নবাগত অডিটোরিয়ামে শিখন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্টিত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ৬৪ জেলার শিক্ষা মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের শিখন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব তপন কুমার ঘোষ মহাপরিচালক (অতিরিক্ত সচিব) উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাহীনুর ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রহমান প্রকল্প পরিচালক,মৌলিক স্বাক্ষরতা প্রকল্প ৬৪ জেলা, জনাব মোঃ মাছুম বিল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),জনাব এম এম সাইদুর রহমান সহকারী পরিচালক উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো, নারায়ণগঞ্জ৷ এসময় প্রধান অতিথি জনাব,তপন কুমার ঘোষ বলেন,শিক্ষার কোন বয়স নাই, সবার জন্য শিক্ষা চাই” এই স্লোগানকে সামনে রেখে সোনারগাঁয়ে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে শিখন। সোনারগাঁয়ের ১০ টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় প্রায় একশত কেন্দ্রের মাধ্যমে স্বাক্ষরতা বৃদ্ধির কাজ পরিচালনা করে আসছে শিখন কর্তৃপক্ষ। এ সময় অন্যন্য দের মধ্যো আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ভট্রপুর স্কুলের শিক্ষিকা বি,আর বিলকিছ বেগম,সাংবাদিক মোঃ নুর নবী জনি, কামরুজ্জামান রানা,আকাশ,ও আক্তার হোসেন সহ আরও গন্যমান্য ব্যক্তিবর্গ।