সিফাত নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব-১১

369

আশিকুজ্জামানঃগোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাহবুব হাসান সিফাত (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে‌ র‍্যাব-১১।

৮ ডিসেম্বর (রববার) বিকালে নারায়ণগঞ্জের বন্দর নবীগঞ্জ এলাকায় থেকে তাকে আটক করা হয়। এ সময় র‍্যাব সদস্যরা আটক সিফাত এর কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। আটক মাহবুব হাসান সিফাত বন্দর থানাধীন নবীগঞ্জ উত্তর পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

‌র‍্যাব সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী সিফাত বন্দর সহ আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য  ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে। এই ঘটনানয় ‌র‍্যাব বাদী হয়ে বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন  আইনের একটি নিয়মিত মামলা করেছে।