সোনারগাঁ প্রতিনিধিঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির সোনারগাঁয়ের দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটির এক জরুরি সভায় জাতীয় পার্টির সোনারগাঁ উপজেলা শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর ও পিরোজপুর ইউপির জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শহীদ সরকারকে উপজেলা জাতীয় পার্টির কমিটি থেকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য (দফতর) হাজ্বী মোঃ সুমন প্রধানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার(২৭ এপ্রিল) বিকেলে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য (দফতর) হাজ্বী মোঃ সুমন প্রধানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির এক জরুরি সভায় সিদ্ধান্ত মোতাবেক জাতীয় পার্টির সোনারগাঁ উপজেলা শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর ও জাতীয় পার্টির পিরোজপুর ইউপির সাধারণ সম্পাদক শহীদ সরকারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় পার্টি সোনারগাঁ উপজেলা শাখা কমিটি থেকে অব্যাহতি প্রদান করা হয়।