নগরীতে নারায়ণগঞ্জ – ৫ আসনে প্রার্থী আবুল কালাম মুন্সির গনসংযোগ

473

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীরসাহেব চরমোনাই মনোনিত নারায়ণগঞ্জ – ৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কালাম মুন্সি নগরীতে হাতপাখা মার্কায় ভোট চেয়ে মটর শুভাযাত্রার মাধ্যেমে গনসংযোগ করলেন। শুক্রবার বেলা ১২টায় ১নং গেইট হয়ে ফলপট্রি, কালির বাজার ,মেট্রোসিনেমা,মিশনপাড়া,ডনচেম্বার,চাষাড়া হয়ে ডি আই টি পর্যন্ত সাধারন মানুষের কাছে ভোট চেয়ে তার নির্বাচনি গনসংযোগ শেষ করে এর পূর্বে মহানগরের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গনসংযোগ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় কমিটির যুগ্ন মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নির্বাচ স¤œয় কমিটির সদস্য হাফেজ আমিনউদ্দিন, আব্দুল হাই, দেলোয়ার হোসেন প্রমূখ।